জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি>>
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মারছা বাসের ধাক্কায় বিপরীতমুখী এস আলম বাসের চাপায় পড়ে প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী মোঃফয়সাল(১৮) নামের এক যুবক।তার সঙ্গে থাকা আরেক আরোহীর পরিচয় পাওয়া যায়নি। গত ২৫ মে (মঙ্গলবার) বিকেল ৫টার দিকে উপজেলার খুটাখালীর জাতীয় উদ্যান অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।তবে আহত মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্হায় রাত সাড়ে ৯টার সময় চমেক হাসপাতালে মৃত্যূবরণ করেন।নিহত মোঃফয়সাল (১৮) চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকারপাড়া এলাকার মনোয়ার আলম সওদাগরের ২য় পুত্র ।
পুলিশ সূত্রে জানা গেছে,চকরিয়া মুখি মোটরসাইকেল ঘটনাস্হলে পৌঁছে মারছা পরিবহনকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে।এসময় কক্সবাজারমুখী এস আলম পরিবহন বাসের চাপায় পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী।এমতাবস্হায় তাকে উদ্ধার করে প্রথম স্হানীয় খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।তখন তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।এতে চিকিৎসারত অবস্হায় ফয়সাল মারা যায়।তবে তার সঙ্গে থাকা আরেক আরোহীর কী অবস্থা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
এবিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ(ওসি) সাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে।তবে চালক হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনার কারণে আইগত ব্যবস্হা নেওয়ার হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।