কক্সবাজার প্রতিনিধি>> সমগ্র দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়ায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ইং এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। উদ্বোধন শেষে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামশুল তাবরীজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এম এ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামশুল তাবরীজ বলেন,যারা নিজ উদ্যোগে আত্মকর্ম সংস্হান সৃষ্টির লক্ষে বিভিন্ন প্রকার প্রাণী পালন খামার তৈরী করেছেন ,তারা আজ স্বাবলম্বী ও লাভবান হয়েছেন। সুতরাং যারা আত্মকর্ম সংস্হান সৃষ্টি করতে চান, উপজেলা প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রদর্শনীর স্টলগুলোতে বিভিন্ন ধরনের পশুপাখি নিয়ে খামারীরা অংশ নেয়। পরে অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌ্ধুরী, চকরিয়া থানার ওসি তদন্ত মোঃ আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন,বিভিন্ন প্রাণী খামার মালিকগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।