জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে ম'র্মান্তিক সড়ক দু'র্ঘটনায় নি'হত ৬ সহোদরের পরিবারকে আর্থিক সহায়তা দিতে ছুটে আসেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী তিলোত্তমা সিকদার।
বৃহস্পতি বার(১০ মার্চ) সকালে শোকাহত অসহায় পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সেই সাথে নি'হত ৬ সহোদরের বি'ধবা স্ত্রীদেরকে সেলাই মেশিন ও গু'রুতর আ'হত বোন হীরা মুন্নি সুশীলকে আার্থিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নিহান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য,কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি।
এ সময় তিলোত্তমা সিকদার বলেন,গত ৮ফেরুয়ারির নি'হতদের শ্রাদ্ধানুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে সড়ক দু'র্ঘটনায় একই পরিবারের ৫ভাই নি'হত হয়।পরে চিকিৎসাধীন অবস্হায় আরো এক ভাইয়ের মৃত্যৃ এবং এখনো চিকিৎসাধীন তাদের এক বোন।এমন সংবাদটি আমি পত্রিকা ও টিভির পর্দায় দেখে খুবই ম'র্মাহত হলাম।তখন থেকে আমি পরিবারটিকে দেখার জন্য ছটফট করছিলাম।ব্যস্ততায় আসতে দেরি হল।এখন আসার সময় ৬সহোদরের বিধবা স্ত্রীরা যেন নিজেরাই উপার্জন করে সংসারের হাল ধরতে পারে সেজন্য সেলাই মেশিন নিয়ে এসেছি।
এখানে এসে দেখি তাদের পরিবারে একজন পুরুষ জীবিত আছেন।সেও ভা'রসাম্যহীন হয়ে পড়েছে।পরে শুনলাম দু'র্ঘটনায় আ'হত হয়ে চিকিৎসাধীন আছেন হীরা মুন্নি নামের এক বোন।তখন সাধ্যমত তার জন্য আর্থিক সহায়তা প্রদান করি।এই দু'র্ঘটনা আমার জীবনের স্মরণীয় ট্রাজেডি।কখনো ভোলার নয়।সময় সুযোগে নি'হত পরিবারটির খবরা-খবর রাখবেন বলে সান্ত্বনা দেন এই নেত্রী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।