জিয়াউল হক জিয়া,চকরিয়া, প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় যুগ্ম স্বাস্থ্য সচিবের গাড়ী চাপায় নিহত মনির আহমদ (৭০) এর পরিবারকে নগদ ১লক্ষ টাকার আর্থিক সহায়তাসহ ছেলেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন চকরিয়ার ইউএনও জেপি দেওয়ান।
শনিবার (২১মে) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন মনির আহমদ।
নিহত- মনির আহমদ (৭০) সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মধ্যম চরপাড়ার আবুল খায়েরের ছেলে। তিনি হারবাং ইউনিয়নে একটি মৎস্য হ্যাচারীর ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জে.পি দেওয়ান বলেন, হারবাংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত মনিরের পরিবারকে নগদ ১লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও নিহতের ছেলেকে ১২ হাজার টাকা বেতনে বরইতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।