জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচিতে দিনটি উদযাপন করেন উপজেলা প্রশাসন। বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে (চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এম.এ উপজেলা পরিষদ মোহনা মিলনায়তে কেক কেটে জাতির পিতা জন্মশতবার্ষিকী দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতার শুরু হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া-পেকুয়া(সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, সহকারি কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান উপজেলা নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন,স্বাধীনতার মহান স্হপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা কর্মসুচি পালন করেছে।এতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তকব অর্পনের শেষে,পতাকা উত্তোলনসহ কেক কাটা হয়েছে।পরে বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর দুর্লভ চিত্র প্রদশর্নীসহ আরো বেশ কিছু কর্মসুচি পালন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।