জিয়াউল হক জিয়া, চকরিয়া প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়ায় দেওয়াল ভেঙে চাপা পড়লে সাড়ে তিন বছরের শিশু মো. ইব্রাহীম এর মৃত্যু হয়।এসময় আহত হয় শিশুর পিতাও। মঙ্গলবার রাত প্রায় ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ-পুর্ব নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু মো. ইব্রাহীম উক্ত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ পূর্ব নয়াপাড়া গ্রামের আনছার উল্লাহর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন উক্ত ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দীন।
নিহত শিশুটির পিতা আনছার উল্লাহ জানান, তিনি প্রতিদিনের ন্যায় দিন মজুরের কাজ শেষে বাড়ী আসেন।তার স্ত্রী মানসিক রোগী।তাই ২/৩ দিন ধরে বাড়ীতে নেই। ঘটনার দিন রাতে ২ শিশু সন্তান নিয়ে রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। এসময় রাত প্রায় ২টার দিকে একটি শব্দ শুনে চমকে উঠেন। মুহূর্তের মধ্যে বসতঘরের উত্তর পাশের মাটির দেওয়াল তার শিশু পুত্র ইব্রাহীমের উপর ভেঙে পড়ে। তার শোর-চিৎকারে আশেপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করলেও ঘটনাস্থলে শিশুটি মারা যান। খবর পেয়ে চকরিয়া থানার এস আই মনজুরুল ইসলাম ঘটনাস্থলে আসেন।
তিনি বলেন,মধ্যরাতে বসত বাড়ির পুরাতন মাটির দেওয়াল ভেঙে পিতা-পুত্রের উপর পড়লে শিশুটির মৃত্যু হয়। এবিষয়ে নিহত পরিবারের অভিযোগ না পাওয়ায় প্রাথমিক রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।