চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় কৌশলে একই সময় দুই বোনকে ঘুমের ওষুধ খাইয়ে অসচেতন করে পালাক্রমে দুইজনকে ধ'র্ষণ করেছে আবু হাসান মোঃ ইব্রাহীম জুয়েল (২৬)।
এবিষয়ে ভিকটিমের পিতা আকতার হোছাইন বাদী হয়ে গত ২০২১ সালের ২৪ জুন ওই যুবকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ৪৭/২৬৯।
ধর্ষণ মামলা রুজুর হওয়ার কথা শুনে সেই ধ'র্ষক যুবক আত্মগোপন করে পালিয়ে যায়।
দীর্ঘ সময় পলাতক থাকা ধ'র্ষণ মামলার আসামী আবু হাসান মোঃ ইব্রাহিম জুয়েল (২৬)কে গত মঙ্গলবার রাত্রে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকাতে থেকে গ্রেফতার করেন র্যাব-১৫’র একটি দল।
গ্রেফতারকৃত,আবু হাসান মোঃ ইব্রাহীম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের পুত্র।
কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে গণমাধ্যমকে জানান,গত ২০২১ সালের ২২ জুন রাতে ভিকটিমের পরিবারের সদস্যরা মেয়েকে একা বাড়িতে রেখে এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। ভিকটিম বাড়ীতে একা থাকায় তার চাচাতো এক বোনকে ওই রাতে সঙ্গে রাখে।ধ'র্ষক জেনেছে ওই রাতে ভিকটিমের বাড়ীতে কেউ নেই,ভিকটিম একা।এমতাবস্থায় ধ'র্ষক আবু হাসান মোঃ ইব্রাহীম জুয়েল কৌশলে বাড়ী ঢুকে।পরে অভিনব কায়দায় দুই বোনকে এক সাথে ঘুমের ওষুধ সেবন করায়।পরে দুই বোনকে পালাক্রমে ধ'র্ষণ করা হয়।পরের দিন ঘটনাটি ভিকটিম তাদের পরিবারকে জানায়।তখন বিষয়টি ভিকটিমের পিতা থানায় অবহিত করেন।থানা পুলিশ দুই বোনকে ডাক্তারী পরীক্ষা দেন।সেই পরীক্ষায় ধ'র্ষণের আলামত পায় পুলিশ।রিপোর্টের ভিত্তিতে ভিকটিমের পিতা আকতার হোছাইন বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।তখন ধ'র্ষক গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ান।
র্যাব-১৫ বিষয়টি জেনে ধ'র্ষণ মামলার পলাতক আসামী জুয়েলকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারিসহ প্রযুক্তি ব্যবহার করে আসছে।লোকেশন প্রযুক্তি ব্যবহারে স্হান নিশ্চিত করলেও আসামী জুয়েল বারবার স্থানান্তর হয়ে যায়।একপর্যায়ে র্যাব নিশ্চিত হয়ে আসামী জুয়েলকে ২২ মার্চ রাত্রে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে বলে জানান এএসপি মোঃ বিল্লাল।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ধ'র্ষণ মামলার আসামী জুয়েলকে র্যাব-১৫ এর একটি দল বুধবার সকালে গ্রেফতার করে।পরে আসামীকে থানায় হস্তান্তর করেছে।ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।তবে পুলিশ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছিল বলেও জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।