চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ মালুমঘাটে পূর্ব শ'ক্রুতার জের ধরে গত ২৩ এপ্রিল রাত ৮টার দিকে সেতেরা বেগমের বসতবাড়ীতে হা'মলা চালায় এলাকার চিহৃিত অ'স্ত্রধারী দু'বৃর্ত্তরা।এসময় লোকজনকে মা'রধরসহ ভাং'চুর ও লু'টপাট চালানোর দায়ে চকরিয়া থানায় ৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সেতেরা বেগম।
দু'বৃর্ত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় তারা আরো ক্ষিপ্ত হয়ে ১৪ মে (শনিবার) বিকেলে ৩টার দিকে দিনেদুপুরে সেতেরা বেগমের বসতবাড়ীতে ফের হা'মলা চালিয়েছে দু'বৃর্ত্তরা।
ভূক্তভোগী অভিযোগের বাদী সেতেরা বেগম() ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা-হাসিনাপাড়া মোঃ কালুর স্ত্রী।
ভুক্তভোগী সেতেরা বেগম ও তার স্বামী মোঃ কালু জানান,মহাসড়কের পশ্চিম পাশে রেলওয়ে সড়কের লাগোয়া পূর্ব পাশে রির্জাভ বনভূমির জায়গায় আমরা দীর্ঘ দুইযুগ পূর্ব থেকে বসবাস করে আসছি। বর্তমানে জায়গাটি ফ্রণ্ট সাইড হওয়ায়,এখন জায়গা থেকে আমাকে উ'চ্ছেদ করে দ'খলবাজ অ'স্ত্রধারী দু'বৃর্ত্তরা দখল নিতে মরিয়া হয়ে একের পর এক আমার বাড়ীতে ১৪ মে বিকেল ৩টার দিকে আবারো হা'মলা চালিয়েছে।সন্ধ্যার পর থেকে ই'ট,কং'ক্রিট ও বালি জমিয়ে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এরপূর্বেও গত ২৩ এপ্রিল রাতে এভাবে হা'মলা চালানোর দায়ে থানায় অভিযোগ দায়ের করেছিলাম।এখন থানায় অভিযোগ দায়ের উপর ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় বার আবারো হা'মলা চালিয়ে ঘরের একটি অংশ ও টিনের টেংরা ভাং'চুর করেছে।ভাং'চুরকৃত জায়গাটি দখল নিতে রাতে ইট,কংক্রিট এনেছেন দুবৃর্ত্তরা।এবিষয়ে থানায় খবর দিলে এসআই শরিফুল ইসলাম এসে দেখে যান।তিনি আসাতে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করি।তখন চেয়ারম্যান মহোদয় ভুলবুঝির বিষয়টি বসে শেষ করে দিবে বললেও চেয়ারম্যানের কথা না শুনে নানান হু'মকি-ধ'মকির মাধ্যমে জায়গা দখল করেছে আমার একই এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে আব্দুল মজিদ বাটু, মোঃ বাপ্পী,মৃত জাবের আহমদের ছেলে নুরুল আলম,আকবর আহমদের ছেলে মনজুর আলম ও নুরুল কবিরের ছেলে মোহাম্মুদুল হক।
এবিষয়ে চকরিয়া থানার এসআই শরিফুল ইসলাম বলেন,বিকেলে একটি ফোন পেয়ে আমি ঘটনাস্হলে যাই। পরে স্হানীয় চেয়ারম্যান ফোনে বিষয়টি নিজেই শেষ করে দিবেন বললে আমি চলে আসি। ওখানে শেষ না হয়ে থানায় লিখিত অভিযোগ এলে বিষয়টি ওসি স্যার তদন্তপূর্বক আইনগত ব্যবস্হাতো নিবেনই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।