ক্রাইম পেট্রোল ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় প্রায় তিন লক্ষ টাকার ইয়াবাসহ মিনারুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করে চকরিয়া থানা পুলিশ। রবিবার (১৪ মার্চ) ভোররাত সাড়ে ৪টার সময় এই উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ভেন্ডিবাজার এলাকা থেকে তাকেআটক করা হয়েছে। আটক মিনারুল ইসলাম (৩২) ফাঁসিয়াখালী ইউপির দক্ষিণ ঘুনিয়া গ্রামের মোঃআলীর পুত্র।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রিকালে মিনারুল ইসরামকে পুলিশ আটক করে। এসময় তার প্যান্টের পকেটে দুইটি সাদা কচটেপ মোড়ানো ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।