জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি>>
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া টমটম গাড়ীর ধাক্কায় নাবিলা (৬) নামে এক শিশুর মৃ-ত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া-মহেশখালী জেলা মহা সড়কের বদরখালী ইউনিয়নের জোবাইর মিয়ার ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা(৬) ঢেমুশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ মানিকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নানার বাড়ি থেকে নিজ বাড়ীতে যাওয়ার জন্য সড়কের এক পাশে অপেক্ষা করছিল শিশু নাবিলা ও তার মা।এমতাবস্থায় হঠাৎ বেপরোয়া গতিতে আসা একটি টমটম নাবিলাকে সজোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে জ্ঞান হারায় শিশুটি।এই ফাঁকে গাড়ীটি চলে যায়।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ওসমান গনি বলেন, টমটমের ধাক্কায় নাবিলা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।