জিয়াউল হক জিয়া>> কক্সবাজারের চকরিয়ায় চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে জহিরুল ইসলাম রানা (২১) নামের যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার সময় চকরিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের খামার পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারী যুবক জহিরুল ইসলাম রানা (২১) পৌরসভার মগবাজার মাস্টার পাড়া খামারপাড়া এলাকার নূর নবী সওদাগরের বড় পুত্র। আত্মহত্যা করার পূর্বে রানা চিরকূটে লিখেন,প্রিয় বাবা,সালাম নিও।আমি তোমাদের প্রথম পুত্র হয়ে কিছু করতে পারলাম না।আমি তোমাদের এই জীবনে অনেক কষ্ট দিয়েছি।পারলে ক্ষমা করে দিও।আর কোন কষ্ট দিব না।আমার জন্য কষ্ট পাবে না।আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব,ভাল থাকিও।আমার মৃত্যূর জন্য কাউকে দায়ী করবে না।পারলে আমাকে আহাল দিলে মাফ করে দিও।আমার মৃত্যূর জন্য কাউকে দায়ী করলে আমার আত্মা কষ্ট পাবে।ভাল থাকো বাবা।আমার নিজের স্ব-ইচ্ছায় আত্মহত্যা করলাম।ইতি প্রিয় বাবা আমার আদরের ছোট ভাইকে দেখ,রানা।
পরিবার ও প্রতিবেশী লোকজন জানান, বউ এনে দেওয়ার জন্য পিতাকে অনেক বার বলেছে যুবক রানা। তাতে গুরুত্ব দেয়নি পিতা নূর নবী সওদাগর। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠান চাউলের দোকানে সারাক্ষণ খাটাতো। এই যন্ত্রণা থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।পরিবারে সদস্যরা লাশের পাশে পড়ে থাকা চিরকূট লেখাটি উদ্ধার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মুহাম্মদ যোবায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আইনী পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।