কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট কাঁচা বাজার সড়কে দিনেদুপুরে চার দোকান আগুনে ভ-স্মী-ভূ-ত হয়েছে।এসময় চার দোকানের মালামালসহ টিন শেডের ঘরে মিলিয়ে প্রায় ৮লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আকস্মিক এ দুর্ঘটনা ঘটেছে।
সরেজমিন গেলে ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ আ-গু-ন জ্ব-ল-তে দেখি।কিন্তু নিদিষ্ট কোন দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে,তা আমরা বুঝতে পারিনি।তবে আগুন লাগার মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় চারটি দোকানসহ ঘর পুড়ে ছাঁই হয়ে যায়।আগুন দেখে চকরিয়ার ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে।এছাড়াও অন্যান্য ব্যবসসায়ীদের প্রচেষ্টায় আগুন অন্য কোন দোকানে হানা দিতে পারেনি। পুড়ে যাওয়া ভুক্তভোগী দোকানিরা হলেন,মুজিব চটপটির দোকান,চয়েস বেডিং এন্ড ফোম স্টোর,শাহাজানের চটপটির দোকান ও মালেক সাউণ্ড স্টোর।মুজিবের চটপটির দোকানে ফ্রিজ,এলএডি টিভি,এলপি গ্যাস ট্যাং ও চুলাসহ নানান মালামাল মিলে প্রায় সত্তর হাজার টাকা,চয়েস বেডিং গুডাওনে প্রায় দুইলাখ টাকা,শাহাজানে চটপটির দোকানের এলএডি টিভি,গ্যাস ট্যাংসহ চুলা ও অন্যান্য মালামাল মিলে দেড়লাখ টাকা ও মালেক সাউণ্ড স্টোরে সাউন্ড ক্যাবল,স্পিকার,চার্জার,মোবাইল সামগ্রী মিলে প্রায় দুই লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
মালুমঘাট বাজার ক্ষুদ্র ব্যবসসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃইছহাক বলেন,বাজারে দিনেদুপুরে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে।প্রত্যক দোকানের মালামালসহ ঘর মিলে প্রায় আট লাখ টাকার মত ক্ষতি হয়েছে।তবে আগুনের সূত্রপাত কোথা থেকে থেকে হয়েছে তা বলতে পারছিনা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।