জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়ায় পিকআপ গাড়ীর ধাক্কায় শাহাদাৎ হোসাইন (৪০) নামের কলেজের এক প্রভাষক নিহত হয়। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার মগবাজার ত্রি-রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।চিকিৎসাধীন অবস্থায় একই রাত ১১ টার সময় তিনি মারা যান। নিহত প্রভাষক শাহাদাত হোসাইন (৪০) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজপাড়ার বাসিন্দা।তবে তিনি চকরিয়া সিটি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।চাকরির সুবাদে তিনি পৌরসভার সালাম মাস্টারপাড়ায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের এক বন্ধু জানান, চিরিংগা ইউনিয়নের পশ্চিমে চিংড়ি ঘের থেকে খালি ড্রাম নিয়ে বেপরোয়া দ্রুতগতিতে মগবাজার দিয়ে মহাসড়কে যাচ্ছিল গাড়ীটি। এ সময় পথচারী কলেজের প্রভাষক শাহাদাৎকে ধাক্কা দিলে তিনি পড়ে যান।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এরপরে ডাক্তারদের পরামর্শ মতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যান।তবে ঘাতক গাড়ীটি পালিয়ে গেছে। চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন খালেদ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক শাহাদাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।