জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গাড়ীর ধা'ক্কায় হাফেজ মোঃশোয়াইব (২৭) নামের ইউনিক পরিবহন কক্সবাজারস্থ কাউন্টারের স্টাফের মৃ'ত্যূ হয়েছে।
রোববার (৩০জানুয়ারি) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলহাজারাস্থ পাগলিরবিল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত,হাফেজ মোঃ শোয়াইব(২৭) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাতঘরিয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।
স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ শেষে শোয়াইব বাড়ী থেকে নিজ কর্মস্থল কক্সবাজারস্থ ইউনিক পরিবহন কাউন্টারের যাওয়ার জন্য মহাসড়কে এসে ব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করে।এমতাবস্থায় বেপরোয়া গতিতে আসা কক্সবাজারমুখী তেলের ট্যাংকবাহী একটি গাড়ি তাকে ধা'ক্কা দিয়ে চলে যায়।এসময় শোয়াইব গাড়ীর ধা'ক্কায় সড়কে ছি'টকে পড়ে প্রাণ হারায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই টিপু রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাসস্হলে যাই।স্হানীয়দের সহযোগিতায় ম'রদেহ উদ্ধার করি।মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে,নিহতের পরিবারের মাঝে হস্তান্তর করি।কিন্তু খুব ভোরে দুর্ঘটনা হওয়ায় কোন লোকজন গাড়ী কোন দিকে যাচ্ছে নির্ণয় করতে না পারায়,ঘাতক গাড়ীটির সন্ধান নিতে পারেনি।তবে ঘাতক গাড়ীর সন্ধান নিতে কাজ করছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।