চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গাছের সঙ্গে বেঁধে গৃহবধূকে বর্রবর নির্যাতনের ঘটনায় ৬ জনকে আসামী করে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে নির্যাতনের শিকার নুর আয়েশা বেগম (২৪) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। উক্ত মামলায় জহির আহমদ নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আটক জহির বরইতলী ইউপির ৮নং ওয়ার্ডের হাফালিয়াকাটা-মোরাপাড়া গ্রামের বাসিন্দা ও নির্যাতনকারী শওকত ওসমানের পিতা। এই বর্রবর ঘটনা সম্পর্কে জানতে ১৮ মার্চ সকাল ১০টার দিকে ছুটে আসেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি ভিকটিক পরিবারের অপরাপর সদস্য ও স্থানীয় লোকজনের সাথে পৃথক-পৃথকভাবে কথা বলেন।পরে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনার মূলহোতা শওকত ওসমান পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার জহিরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে বলে জানান।
উল্লেখ্য, সুদের উপর চার হাজার টাকা নিয়ে এ পর্যন্ত ৮ হাজার টাকা পরিশোধ করে নুর আয়েশা।হঠাৎ সাংসারিক খরচ চালিয়ে অবশিষ্ট টাকা না থাকায় সুদের টাকা পরিশোধ করতে বিলম্ব হওয়ায় সুদের কারবারি শওকত নুর আয়েশার উপর ক্ষীপ্ত হয়ে তাকে গাছে বেঁধে এই বর্বরোচিত নির্যাতন চালায়। গাছে বেঁধে গৃহবধূ নুর আয়েশাকে গত ১৬ তারিখ বিকেল সাড়ে ৩টার সময় নির্যাতনের ঘটনার ভিডিওটি ভাইরাল হয় ১৭ তারিখ।সেই থেকে প্রশাসন বিষয়টি আমলে নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।