জিয়াউল হক জিয়া,চকরিয়া (প্রতিনিধি)>>
‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারের চকরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে -২০২১ইং উদযাপন করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার সময় থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমিটিউনিটি পুলিশ চকরিয়ার উপজেলার সভাপতি আজিমুল হক চেয়ারম্যান এর সভাপতিত্বে,ওসি তদন্তের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার-১, চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।প্রধান বক্তার বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মোঃ তফিক আলম।উদ্বোধনী বক্তব্য রাখেন,চকরিয়া থানার ওসি মোঃ ওসমান গনি। অনুষ্ঠারে চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন চৌধুরী জেসিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রতিটি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইভটিজিং’, বাল্যবিবাহ,‘মাদক’, ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডসহ বিভিন্ন ‘অপরাধ’ দমন বিষয়ে আলোচনা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।