জিয়াউল হক জিয়া, কক্সবাজার প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্ক গেট এর সামনে থেকে ইয়াবা পাচারকারী তিন নারীকে আটক করেছে চকরিয়া থানার পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৭টার সময় চকরিয়া থানার এস মেহেদী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। আটককৃত পাচারকারীরা হলেন, পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাঙ্গারঝিরি এলাকার ইব্রাহীম খলিলের স্ত্রী ছেনোয়ারা বেগম (৩৮), চট্টগ্রামে সাতকানিয়া উপজেলার বিয়ানী বাজার বিওসি মোড় কাটঘর এলাকার আজিজুর রহমানের স্ত্রী নুর ছফানী (৩২) একই এলাকার নুর নবীর স্ত্রী নুর কায়েদা (১৯)।
এবিষয়ে চকরিয়া থানার এস আই মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সার্ফারী পার্ক গেট এর সামনে অভিযান চালিয়ে ইয়াবা পাচারকারী তিন নারীকে আটক করি।এসময় তাদের কাছ থেকে ২৪ শত ইয়াবা পাওয়া যায়। আটককৃত তিন পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে সোর্পদ করেছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।