চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি সৌদিয়া বাস তল্লাশি করে ৩ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ চালককে গ্রেফতার করে থানা পুলিশ। রবিবার(১৮ জুলাই) সকাল সাড়ে ৮টার সময় পৌর-শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাস চালক মোস্তাফিজুর রহমান (৪৬) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুল আজিজের পুত্র।
চকরিয়া থানার এসআই মো. সারোয়ার জাহান মেহেদি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পৌর-শহরের পুরাতন বাস টার্মিনালে রবিবার সকালে যাত্রীবাহী সৌদিয়া বাস(যার নং,চট্র মেট্রো ব-১১-০২৭৯) তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে পলিথিন মোড়ানো ১৮টি প্যাকেট মোট ৩হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধারের পরে চালককে গ্রেফতার করি।এসময় বাসের সুপার ভাইজার ও হেলপার পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যুবায়ের বলেন, ইয়াবা পাচারকালে জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে।তবে উক্ত গাড়ীর সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।গাড়ীটি জব্দ করা হয়। মাদক আইনে মামলা দায়ের করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।