জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মোবাইলে জুয়া খেলায় বাধা দেওয়ার দ্বন্দ্বে নিহত মোঃ ইউনুছ (৪০) হত্যার ১নং আসামি নুর নবী (২৮) গ্রেপ্তার করে থানা পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাতে উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাচান মায়ের ঘোনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার, নুর নবী (২৮) ওই এলাকার বদর আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,নিহত ইউনুছের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে শনিবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।এই মামলায় একই এলাকার নুর নবী (২৮) এবং মৃত নাগু মিয়ার ছেলে জহির আলম (৫০)কে আসামী করা হয়েছে।
উল্লেখ্য,শুক্রবার রাত ৮টার দিকে হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মইক্যাঘোনা এলাকায় মোবাইলে জুয়া খেলা নিয়ে তর্কাতর্কি হয়।পরে ফুঁসে উঠে আসামীরা পিটিয়ে ইউনুছকে হ'ত্যা করে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,ইউনুছ হ'ত্যা মামলার ১নং আসামী নুর নবীকে শনিবার রাত গ্রেপ্তার করা হয়েছে।পরের দিন (রবিবার) দুপুরে আদালতের সোপর্দের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।