জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন কর্তৃক একটি আল্ট্রাসনো মেশিন,২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরসহ অকেজো হয়ে পড়ে থাকা এক্স-রে মেশিন মেরামতের প্রতিশ্রুতি পূর্বক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের উন্নয়নমূলক মিটিং বিকেল প্রায় ৬টার দিকে যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের ও বিভিন্ন রোগীদের, রোগ নিরূপণ ও উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল আল্ট্রাসনো মেশিন ও ২০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরসহ হাসপাতালে পড়ে থাকা অকেজো এক্স-রে মেশিন মেরামত করে দেওয়া হবে।এছাড়াও হাসপাতালে আগত বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সাথে কথোপকথন ও চিকিৎসকদেরকে ধন্যবাদ জানানোর পরে রোগীদেরকে আরো আন্তরিক হয়ে চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানান ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনর্চাজ ডাঃ মোহাম্মদুল হক বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ হাসপাতালের জন্য একটি ডিজিটাল আল্ট্রাসনো মেশিন হস্তান্তর করেন । এসময় অকেজো হয়ে পড়ে থাকা এক্স-রে মেশিন মেরামত করে দেওয়ার প্রতিশ্রুত দেন।চিকিৎসার মান উন্নয়ন ইউএনও’র সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।