চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া পৌরসভায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জয়নাল আবেদীন (৩৫) নামের যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে নিহতের বাড়ীর পার্শ্বের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন (৩৫) পার্বত্য লামার হরিণঝিরি এলাকার আবুল কাশেমের পুত্র।তবে সে বিয়ে করে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামূহুরী এলাকায় শ্বশুর বাড়িতে থাকত। উক্ত ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ভরামুহুরী এলাকার জয়নাল আবদীন শ্রমিক হিসেবে পার্শ্ববর্তী একরামের এক ব্যক্তির বাড়িতে গাছ কাটতে যায়। গাছ কাটার সময় গাছটি বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে গেলে হঠাৎ বিদ্যুৎতের শর্ট সার্কিটে মাটিতে পড়ে যায় । এসময় স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ও.সি) শাকের মোঃ জুবায়ের বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনার স্হলে পুলিশ পাঠিয়েছি।এতে এস আই গোলাম সরোয়ার লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।