চকরিয়া সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়ায় বেসরকারি সংস্থা এসএআরপিভি (সোস্যাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল) ’র পিএইচআরপিবিডি প্রকল্পের আয়োজনে ৯ নভেম্বর ১১টায় শিশু সুরক্ষা, নারী নির্যাতন ও ন্যায় বিচার প্রাপ্তির জন্য আইন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এক ওরিয়েন্টেশন সভা এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে চকরিয়া থানার হল রুমে অনুষ্ঠিত হয়। পিএইচআরপিবিডি প্রকল্পের রিসোর্চ পার্সন ইয়াছমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন এ এস পি আরেফিন সিদ্দিকী, ওরিয়েন্টেশনের মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. লুৎফুল করিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর মাহমুদ, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক ছোটন কান্তি নাথ, চকরিয়া থানার অপারেশন অফিসার রুহুল আমিন, শিক্ষিকা হুরে জান্নাত, ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন চকরিয়া সিটি কলেজের জুবায়দা জন্নাত, উম্মে হাবিবা, ফাতেমা জন্নাত, প্রতিবন্ধী ব্যক্তি মিজানুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সবধরণের আইনি সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, শুধু প্রতিবন্ধী ব্যক্তি কেনো সবাইকে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। তিনি সভায় উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তি মিজানুর রহমান মানিককে চলাচলের জন্য একটি সহায়ক উপকরণ প্রদানের ঘোষণা দেন। প্রধান অতিথি প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে এসএআরপিভি’র নানা কর্মকান্ডের প্রশংসা করেন। ওরিয়েন্টেশনে পুলিশ অফিসার, পুলিশের সদস্য, - শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ ৪২জন ব্যক্তি অংশ নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।