জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর অধীনে কক্সবাজারের চকরিয়ায় ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়কর মেলা-২০১৯, আজ ১৯ নভেম্বর সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে শুভ উদ্ভোধন হয়েছে। উক্ত মেলায় অতিরিক্ত কর কমিশনার (চট্টগ্রাম অঞ্চল-৪) মুহাম্ম মফিজ উল্ল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম (এমএ)। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিষ্টার মুনতাসিম বিল্লাহ ফারুখী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসী চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, আয়কর দেশের উন্নয়নের অক্সিজেন ও সৃমদ্ধি। ‘অক্সিজেন ছাড়া যেমন একজন মানুষ বাচাঁ সম্ভব নয়, তেমনি আয়কর ছাড়া সরকারের কোনো উন্নয়ন হয় না। তাই দেশের উন্নয়ন চাইলে, আমাদের আয়কর দিতে হবে।’ তিনি , করদাতা ও করগ্রহণকারীদের মধ্যে সেতুবন্ধন ঘোষণা দিয়ে বলেন, নির্বিঘ্নে বিনা হয়রানিতে সহজ পদ্ধতিতে আয়কর প্রদানের জন্যই এই মেলার আয়োজন। এ মেলার মাধ্যমে আয়কর গ্রহণে নতুন-পুরাতন আয়করদাতাদের পরস্পরের তথ্য বিনিময়সহ আয়কর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে সেবা বৃদ্ধির পরিবেশ তৈরি হবে। এসময় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, পৌর কাউন্সিলর, রাজনীতিবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।