চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৬ মাসের মাথায় বীমের সাথে গলায় ওড়না পেঁচিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ নাছিমা আক্তার(১৮) আত্মহত্যা করেছেন।আজ শুক্রবার ১ নভেম্বর সকাল ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নাছিমা আক্তার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের নুরুল আলমের স্ত্রী।
স্থানীয় লোকজন ও পরিবার জানায়,বাড়ীর সবার অজান্তে বীমের সাথে ওড়না পেচিঁয়ে ঝুল আছে নাছিমা আক্তারের লাশ।এমতাবস্হায় পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাকে উদ্ধারপূর্বক দ্রুত স্বাস্হ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্মরত ডাক্তার গৃহবধূ নাছিমাকে মৃত ঘোষণা করেন।
সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আহমদ ছোবাহানের পুত্র নুরুল আলমের সাথে লামা উপজেলার ইয়াংছা এলাকার মৃত নুরুজ্জামানের মেয়ে নাছিমার বিয়ে হয় ৬ মাস পূর্বে।তবে নাছিমা কী কারণে আত্মহত্যা করেছে কেউ বলতে পারছেনা।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, গৃহবধূর মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিক সুরতহালে গৃহবধূর গলায় ওড়না পেঁচানোর দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আাইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।