মাহতাব উদ্দিন আল মাহমুদ ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে পৌরসভার মেয়রসহ বিএনপির ৫ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা সবাই না'শকতা মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার দুপুরে নাশকতার পৃথক দুটি মামলায় দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলনসহ বিএনপির ৫ নেতা। তবে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণ করা অন্য নেতারা হলেন- ঘোড়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম খন্দকার ও যুগ্ম আহ্বায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান এবং ঘোড়াঘাট পৌর বিএনপির সদস্য মিলন মিয়া।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্বে না'শকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর কাঁঠাল থেকে বিএনপি-জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের মৃত শেখ মোসলেম উদ্দীনের ছেলে শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা পুলিশ ১৫টি ক'কটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার র'ড ও ৩৫টি বাঁশের লা'ঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র মিলনসহ মামলার বেশ কয়েকজন আসামি উচ্চ আদালত উপস্থিত হয়ে জামিন আবেদন করে। আদালত তাদেরকে অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ একই মামলার আরো দুই আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা সাদ্দাম ও রায়হান রবিবার দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন না'শকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দু'জনকে আদালতে পাঠানোর নির্দেশ দেন।
৫ নেতাকে কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ না'শকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।