মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মা'দক বেঁচাকেনার অভিযোগে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে নেশা জাতীয় ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার স্বপ্না খাতুন কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশ জানতে পারে গ্রেপ্তার স্বপ্নার বাড়িতে জমজমাট মা'দক বেঁচাকেনা চলছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে স্বপ্না দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলে থাকা পুলিশের নারী সদস্য তাকে আটক করে। পরে স্বপ্না বেগমের শরীর তল্লাশী করে তার পাজামায় মোড়ানো অবস্থায় ৮০ পিস ট্যাপেন্টাডল জব্দ করে নারী পুলিশ সদস্য।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'গ্রেপ্তার ওই নারী দীর্ঘদিন যাবত নিজ বাড়িতেই মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছে। তাকে শনিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।