মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
এক কেজি গাঁজাসহ মা'দক কারবারি রাকিব হাসান রবেল ও মোখলেছারকে গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
খুচরা মা'দক ব্যবসায়ী মোখলেছারের সাথে মা'দক কারবারি রাকিব হাসান রুবেলকে ৫০ হাজার টাকা মুল্যের এক কেজি গাঁ'জাসহ গ্রেফতার করে পুলিশ।
খুচরা ব্যবসায়ী মোখলেছার (৫০) নিজ বাড়িতেই স্থানীয় মা'দকসেবীদের কাছে গাঁ'জা বিক্রি করেন। শুক্রবার বিকেলে ১০০ গ্রাম গাঁ'জাসহ তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে উপজেলার কশিগাড়ী গ্রামে অপর মা'দক কারবারি রাকিব হাসান রুবেলের (৩০) গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে আটক হয় রুবেল। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁ'জা।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) বনমালী রায় বাদী হয়ে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আটক দুই গাঁ'জা ব্যবসায়ীকে। এছাড়াও মামলায় পলাতক আরো একজন মা'দক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। উদ্ধার হওয়া সর্বমোট ১ কেজি ১০০ গ্রাম গাঁ'জার স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।
গ্রেফতার মোকলেছার (৫০) ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া বিশ্বনাথপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত বুধা শেখের ছেলে এবং রাকিব হাসান রুবেল (৩০) সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তারা দুজনই দীর্ঘদিন যাবত বিভিন্ন মা'দকের ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বনমালী, অরুপ কুমার রায়, মোজাফ্ফর রহমান ও আজিজার রহমানের সমন্বয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মা'দক ব্যবসায়ী মোকলেছারের বাড়িতে অভিযান চালায়। এসময় নিজ ঘরের বারান্দা থেকে মোকলেছারকে ১০০ গ্রাম গাঁ'জাসহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে গাঁ'জার পাইকারী ব্যবসায়ী রাকিব হাসান রুবেলকে ধরতে কশিগাড়ী গ্রামে অভিযান নামে পুলিশ। সে সময় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে রাস্তার উপর থেকে একটি ব্যাগে ১ কেজি গাঁ'জা বিক্রির উদ্দেশে নিয়ে যাবার সময় রুবেলকে আটক করে পুলিশ। সেখানে তার সাথে থাকা আরেক মা'দক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'মাদকমুক্ত ঘোড়াঘাট গড়ে তুলতে আমরা দিনরাত মা'দক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। স্থানীয় সচেতন নাগরিকদের কাছ থেকে আমরা নিয়মিত মা'দক ব্যবসায়ী ও সেবীদের তথ্য সংগ্রহ করছি। পাশাপাশি আমাদের গোয়েন্দা সদস্যরা কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সর্বমোট ১ কেজি ১০০ গ্রাম গাঁ'জাসহ আমরা দু'জনকে গ্রেফতার করেছি। তাদেরকে শনিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।