মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ টি ইউনিয়নের ১১টি পয়েণ্টে লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১১টি পয়েণ্টে খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত করা হয়।
এর আগে ৪টি ইউনিয়নের ১১টি পয়েণ্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪০ জন প্রার্থী ডিলারের জন্য আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ১১ জন নির্বাচিত হন।
নির্বাচিত ডিলারগণ হলেন, উপজেলার সিংড়া ইউনিয়নের রাণীগঞ্জ বাজারের মোঃ মাহফুজার রহমান, রাণীগঞ্জ কশিগাড়ীতে আব্দুল হক প্রধান, চাঁদপাড়া বাজারে পল্লব মন্ডল, পালশা ইউনিয়নের বলাহার বাজারে মোঃ মশিউর রহমান, গোপালপুর বাজারে আতাউর রহমান, ডুগডুগী বাজারে মোঃ মফিদুল ইসলাম, ঘোড়াঘাট ইউনিয়নের পাঠশাও সুরা মসজিদ বাজারে আব্দুল কুদ্দুস, ঘুঘুড়া মোড়ে রেজওয়ান আলী ও বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী বাজারে মোঃ শাহাদুল ইসলাম, বরাতিপুর মডেল মোড়ে আবুল কালাম, হরিপাড়া বাজারে মোঃ আসলামুল হক লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নির্বাচিত হয়েছেন ।
লটারি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, চলতি দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ আহমদ মোস্তফা, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।