মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সং'ঘর্ষে মা ও শিশুসহ ৩ জন আ'হত হয়েছে। আ'হতদের মধ্যে মা ও শিশুর অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোলাম মোস্তফা (৩৫), পিয়ারা বেগম (৩০) ও শিশু জিহাদ মিয়া (৫)। তারা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাড়ির আসবাবপত্র বোঝাই পিকআপটি ঢাকা থেকে ঠাকুরগাঁও এর দিকে যাচ্ছিল। অপরদিকে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। যানবাহন দু'টি ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুর গ্রামে পৌঁছালে সং'ঘর্ষ হয়।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ ফারহান বলেন, 'আ'হত ওই নারীর মাথায় গু'রুতর আঘাত রয়েছে ও শিশুটি র'ক্ত বমি করছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত ৩ জনকেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।'
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'আমরা খবর পেয়েছি। পিকআপটি ঘটনাস্থলেই আছে। তবে কাভার্ড ভ্যানটি পালিয়ে গেছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।