মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৫ টায় উপজেলার সদর ইউনিয়নের বেলতলী এলাকার আজিজুর রহমানের বাড়িতে ব্যবহৃত সেফটি ট্যাংকি থেকে গরুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানায়, এদিন গরুটি সেফটি ট্যাংকিতে সকলের অগোচরে হঠাৎ ঢাকানা ভেঙে নিচে পড়ে যায়। নিজেরা অনেক চেষ্টা করেও গরুটি উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, 'বিকাল ৩টার দিকে আজিজুর রহমানের বাড়ির বড় একটি গরু আনুমানিক ২৫ ফিট নীচে বাড়িতে ব্যবহৃত সেফটি ট্যাংকিতে পড়ে যায়। তারা নিজেরা অনেক চেষ্টা করে। পরে আমাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। আধা ঘণ্টার চেষ্টার পর গরুটি উদ্ধার করতে সক্ষম হই। গরুটি উদ্ধার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। আনুমানিক ৭০-৮০ হাজার টাকা দাম হবে গরুটির।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।