মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান মো. মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সাত্তার সরকার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়াও ঘোড়াঘাট থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।