মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কেটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার নবাগত ওসি মো. নাজমুল হক, মেডিকেল অফিসার মো. আহসান হাবিব, সংগঠনের সভাপতি সেলিম হাসনাত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য সাব্বির হোসেন, হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য আমিনুল ইসলাম, দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, উক্ত সংগঠনের সমাজসেবা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সদস্য রায়হান কবির, তারেক হাসান, সাংবাদিক রাফছান জানি শুভ প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।
প্রসঙ্গত, সংগঠনটি মানবতার কল্যাণে অসুস্থ রোগীদের রক্তদানের উদ্দেশে ২০২২ সালে আত্মপ্রকাশ করে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, ত্রাণ সহায়তা, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনসহ নানাবিধ সেবামূলক কাজ করে আসছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।