মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মোবাইল চো'রকে জিজ্ঞাসাবাদে মিলল ৩টি চো'রাই গরুর সন্ধান।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের চৌরিগাছা গ্রাম থেকে চু'রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চু'রি হওয়া তিনটি গরু।
গ্রেফতারদের মধ্যে একজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের দেলোয়ার হোসেন (৩২) ও অপরজন নবাবগঞ্জ উপজেলার পদুমহার এলাকার মাইদুল ইসলাম (৩৫)।
স্থানীয় মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম জানান, 'বাঁশের তৈরী টং-এ বসে গ্রামের এক দোকানে গল্প করছিলেন কয়েকজন বন্ধু। তাদের মধ্যে একজনের পাশে রাখা ছিল একটি বাটন মোবাইল। কিছু সময় পর পাশ ফিরে দেখেন মোবাইলটি আর নেই। তার কিছুক্ষণ আগে ওই এলাকায় চলাফেরা করতে দেখা যায় ছিঁচকে চো'র মাইদুলকে। তাদের ধারণা সে-ই একাজ করেছে। তখন স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মাইদুলকে খুঁজে পাওয়ার পর তাকে মহিলা ইউপি সদস্য নার্গিস বেগমের কাছে নিয়ে যায়। মোবাইল চু'রির বিষয়ে জিজ্ঞাসা করলে মাইদুল স্বীকার করে, সে চু'রি করার পর অনেক দূরে মোবাইলটি বিক্রি করেছে। কিন্তু এখন তার কাছে কোন টাকা নেই। এক জায়গা থেকে মোটা অংকের টাকা পাবে। তখন সে মোবাইলটি উদ্ধার করে ফেরত দিবে। তখন এলাকার লোকজনের সন্দেহ হয়। এক ছিঁচকে চো'র আবার মোটা অংকের টাকা কোথায় পাবে। তখন তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে সে গরু চু'রির কথা স্বীকার করে। '
পরে পুলিশকে খবর দিলে, পুলিশ জড়িত দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, 'গরু চু'রির সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের স্বীকারোক্তিতে রাতভর অভিযান চালিয়ে চু'রি করা দুইটি দেশি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।