মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাঘাট,(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার যুবক আবু সাঈদ রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের সামছুল হকের ছেলে।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে।
এজাহার সূত্রে জানা যায়, বাদী তার ছেলেকে গত ৮ জানুয়ারি বগুড়ার এক মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করার কাজ শেষে ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসেন। গত শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আবু সাঈদ সুকৌশলে উপজেলার রাণীগঞ্জ বাজারে ওই ছেলেকে ডেকে নিয়ে যায় এবং সোনালী ব্যাংকের পিছনের জঙ্গলে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ব'লাৎকার করে। পরের দিন ওই কিশোর তার খালাকে ঘটনার কথা বললে তা জানাজানি হয়ে যায়। রবিবার (১৪ জানুয়ারি) রাত ১১টায় এ ঘটনায় ওই ছাত্রের বাবা নারী ও শিশু নি'র্যাতন আইনে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'এ ঘটনায় নি'র্যাতিত ছাত্রের বাবা নারী ও শিশু নি'র্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরকে পরীক্ষার জন্য আজ মেডিকেলে পাঠানো হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।