মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ে এসব কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ' ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পূর্ণবাসন ও প্রণোদনা কর্মসূচি আওতায় এই উপজেলার ২৫ জন কৃষক বিনামূল্যে গ্রীষ্মকালীন ও শীতকালীন পিঁয়াজ, সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী ও মুগডালের বীজ ও সার পেয়েছেন।'
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান আরও বলেন, ‘কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে সরকার নানাবিধ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই একটি অংশ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন অর্থকরী ফসলের বীজ এবং সার বিতরণ।'
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজাতুল কুবরা ও কৃষি সমপ্রসারণ কর্মকর্তা উম্মে ছালমা সহ উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।