মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরবেলা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটক নেতাকর্মীদেরকে নাশকতা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত ১৬ অক্টোবর নাশকতা চেষ্টার অভিযোগে পালশা ইউনিয়নের পালশা গ্রামে মৃত শেখ মোসলিম উদ্দিনের ছেলে বদিউজ্জামান (৪৫) বাদী হয়ে বিএনপির ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করে একটি মামলা করেন। ওই মামলাতেই ৫ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আসামীরা হলেন, রামেশ্বরপুর গ্রামের মৃত গমির উদ্দিন প্রধানের ছেলে সিংড়া সাবেক ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবুল হোসেন প্রধান (৭৫),বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুলানন্দপুর গ্রামের মহির উদ্দিন মন্ডলের ছেলে রমজান আলী (৪৫), একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সদস্য আনোয়ার হোসেন রানু (৪০),ইউনিয়ন বিএনপির সদস্য এমদাদুল হক (৫২), দক্ষিণ দেবীপুর গ্রামের ইচার উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুল ইসলাম (৩১)।
এদিকে আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকায় বিএনপি এবং জামায়াতের পৃথক দুটি সমাবেশকে ঘিরে গ্রেপ্তার আতঙ্কে ঘর ছাড়া ঘোড়াঘাট উপজেলার শত শত নেতাকর্মী। পুলিশ বলছে মামলার আসামী এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই আটক বা গ্রেপ্তার করছে না তারা।
বিএনপি ও জামায়াতের নেতারা বলছেন, ঢাকায় তাদের সমাবেশকে ঘিরে কোন অভিযোগ ছাড়াই নেতাকর্মীদেরকে আটক ও হয়রানি করছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে দিনের বেলা এলাকাতে থাকলেও রাতে পালিয়ে বেড়াচ্ছে তারা। অনেকে গ্রেপ্তার এড়াতে রাতে নিজ বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে রাত যাপন করছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমরা কোনোভাবেই কাউকে হয়রানি করছি না। নাশকতা চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তার আসামীদেরকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। যেকোনো ধরণের না’শকতা ও অস্থিতিশীল পরিবেশ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।