মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। এরপর প্রেম। প্রেমের সম্পর্ক গড়ার পর প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধ'র্ষণের অভিযোগে প্রেমিক সুজনকে (২০) গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।
উপজেলার মগলিশপুর গ্রামের প্রেমিকার নিজ বাড়ি থেকে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে প্রেমিককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধ'র্ষক সুজন একই উপজেলার বৈদর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ মহিলা কলেজে পড়াশোনার সময় তরুণীর সাথে সুজনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বছর আগে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঘটনার দিন শুক্রবার রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিক সুজন বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধ'র্ষণ করে। সেসময় তরুণীর চিৎকারে তার বাবা সুজন কে আটক করে পুলিশে খবর দেয়।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'ভুক্তভোগী তরুণীর মামলার পরিপ্রেক্ষিতে প্রেমিক সুজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।