ঘোড়াঘাটে না'শকতা চেষ্টার অভিযোগে মেয়রসহ বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে না'শকতা চেষ্টার অভিযোগে বিএনপির ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে বদিউজ্জামান (৪৫) নামে এক ব্যক্তি বাদী হয়ে ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মাদ শামীম হোসেন চৌধুরীরসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে।
মামলার বাদী বদিউজ্জামান উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামে মৃত শেখ মোসলিম উদ্দিনের ছেলে। মামলার ৩ জন আসামীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে সোমবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি ক'কটেল সদৃশ বস্তু ও ধা'রালো চা'কুসহ না'শকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
গ্রেফতার আসামীরা হলেন,ঘোড়াঘাট পৌর এলাকার ইরাদপাড়া (হঠাৎপাড়া) গ্রামের সাইদার আলীর ছেলে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা হিরো মিয়া (২২), মিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশিক ইকবাল মানিক (৪৫) এবং সিংড়া ইউনিয়নের পালোগাড়ী গ্রামের রজব চৌধুরীর ছেলে উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী (৪২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রবিবার রাত দেড়টায় বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী গ্রামের লাবলু মিয়ার চাতালে না'শকতার পরিকল্পনা করছিল বিএনপি নেতাকর্মীরা। মামলার বাদী তাদের পরিকল্পনা বুঝতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোড়াঘাট থানা পুলিশের সদস্যরা। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'ঘটনাটি যে চাতালে ঘটেছে ওই চাতালের মালিক লাবু মিয়া। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। গ্রেফতার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামীদেরকে গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো না'শকতা ও অ'পতৎপরতা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।