মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সং'ঘর্ষে মো:আব্দুল শাফি (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও জগেশ হাসদা(৫০) নামে এক মোটরসাইকেল আরোহী আদিবাসী আহত হয়েছেন।
আহত জগেশ হাসদাকে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র প্রেরণ করা হয়েছে।
নিহত আঃ শাফী উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারের মোঃ ইউনুছ আলীর পুত্র ও আহত জগেশ হাসদা পালশা ইউনিয়নের বেলওয়া বাগান বাড়ি এলাকার মারকুস হাসদার পুত্র।
দুর্ঘটনাটি ঘটে ১৮ অক্টেবর বুধবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের হরিপাড়া হাট বাজারে গেদার মোড়ে।
উক্ত মোড়ে বেপরোয়া গতিতে আসা মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সং'ঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে আরোহী গরু ব্যবসায়ী আঃ শাফী ও জগেশ হাসদা নামে এক আদিবাসী আহত হন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ মোঃ আসাদুজ্জমান আসাদ বলেন, 'দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাক ঢাকা-মেট্রো –ড-১৪-৫১৫৮ বেপরোয়া গতিতে আসছিল। ওই সময় মোটরসাইকেলের সাথে মুখোমুখী সং'ঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই জনের মধ্যে একজন নি'হত ও একজন আহত হন। মিনি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।