মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ইপিআই টিকাদান কেন্দ্রে এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উপজেলার ৯৭টি নিকটস্থ টিকাদান কেন্দ্রের মাধ্যমে সাড়ে ১৪ হাজার শিশুকে দিনব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.সালাউদ্দিন আহমেদ খান,মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবীব, ডা. সাদিয়া আফরিন,স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী ও মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই মো. আজিজুর রহমান প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।