মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট((দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুই গরু চো'রকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি চো'রাই গরু। চু'রি হওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যে গরুটি উদ্ধার করে পুলিশ। গরুটির আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
শুক্রবার সন্ধায় বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী বাজার থেকে তাদেরকে আটক করে উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল। এ ঘটনায় ভুক্তভোগী গরুর মালিক সামসুল হক (৪৯) শনিবার বেলা ১১টায় বাদী হয়ে আটক দু'জনের বিরুদ্ধে মামলা করলে, পুলিশ আটক চোরকে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার বাদী সামসুল হক (৪৯) বাঁশমুড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় দিনমজুর। অপরদিকে, গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার বিশাইনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরকারের ছেলে রাজিব হোসেন (৩০) এবং অপরজন একই গ্রামের ফজলুর রহমানের ছেলে মিনহাজ হোসেন (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ৫টায় ঘাস খাওয়ার জন্য নিজের তিনটি গরু বেঁধে রেখে আসেন সামসুল হক। সন্ধার আগে জমিতে গরু আনতে গিয়ে তিনি দেখেন একটি গরু নেই। অনেক খোঁজাখুঁজি করেও গরুটি খুঁজে না পাওয়ায় চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে স্থানীয়রা থানায় খবর দেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'শুক্রবার সন্ধায় গরু হারানোর একটি মৌখিক অভিযোগ পাই। তাৎক্ষণিক আমরা অভিযান শুরু করলে চো'রাই গরুটি বিক্রির উদ্দেশে নিয়ে যাবার সময় দু'জন চো'রকে আটক করে আমাদের সদস্যরা। আসামীদেরকে আজ (শনিবার) দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।