মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কাভার্ভ ভ্যানের চাপায় ভ্যানচালক নি*হত হয়েছেন। এসময় ভ্যানে থাকা দুইজন যাত্রী আ*হত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় এ দু*র্ঘটনা ঘটে।
নিহত ভ্যান চালক ইউসুফ আলী (৪৫) উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া গ্রামের নুর বক্তের ছেলে। আহত দুইজন ভ্যান যাত্রী কুচেরপাড়া গ্রামের মৃত, কাজেম উদ্দিনের ছেলে সুরুজ্জামান(৭০) একই গ্রামের পাষাণ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় ভ্যানচালক ইউসুফ আলী (৪৫) উপজেলা রাণীগঞ্জ বাজার থেকে সিমেন্টের খুঁটি ও মোহাম্মদ আলী ও সুরুজ্জামান নামে ২ জন যাত্রী নিয়ে নিজ গ্রাম কুচের পাড়ায় যাচ্ছিলেন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের হায়দারনগর এলাকায় পৌঁছালে মহাসড়কে বগুড়া থেকে আসা বিপরীতমুখী একটি দূরন্ত লেখা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সং*ঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ভ্যানচালক নি*হত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিসের সদস্যরা ভ্যান চালকের ম*রদেহ উদ্ধার করে এবং স্থানীয়রা আ*হত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, 'সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।