মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রথম পর্যায়ের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
১১ নভেম্বর শনিবার উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের পাটশাঁও নন্দনপুর গ্রামের রাস্তা সংস্কার কাজ পরিদর্শনের মাধ্যমে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, ও ইউপি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান জানান, '২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির ৪০ দিনের কর্মসূচিতে প্রথম পর্যায়ে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ঘোড়াঘাট ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। ৩৬টি প্রকল্পে দৈনিক ৪’শ টাকা করে ১ হাজার ২৪৯ জন শ্রমিক কাজ করবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।