মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একই জমির মালিকানা একাধিক। মালিকানা একাধিক হওয়ায় মানুষের মনে নানা গুঞ্জন ও প্রশ্ন জেগেছে। তবে এই জমিটি কার?
এক পক্ষ মালিকানা দাবি করে অগভীর নলকুপের বোরিং থেকে বৈদ্যুতিক মোটর নিয়ে গেছে প্রতিপক্ষের ।
৭ আগস্ট ১০ টায় উপজেলার নুরপুর মৌজায় মোমদেল হোসেনের স্থাপন করা বোরিং ভাং'চুরসহ সেচ পাম্পের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর তুলে নিয়ে যায় প্রতিপক্ষ।
এ বিষয়ে সেচ পাম্পের মালিক নুরপুর গ্রামের মৃত, নায়েব আলীর পুত্র মোঃ মোমদেল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জন সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেছেন।
মোমদেল হোসেনর এজারহার সুত্রে জানা গেছে,দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মৃত, নায়েব আলী ১৯৬৭ সালের ২৮/০৭ ইং তারিখে উপজেলার আফসারাবাদ কলোনী গ্রামের মৃত,সুবেদার সরফরহাদ মুহাম্মাদ সোসেনের পুত্র সুবাদার মুহাম্মাদ সোনের নিকট থেকে খোশ কবলা দলিল মুলে ক্রয় করেন।যার দলিল নং-৭১৩২।
ওই ক্রয় করা জমি নায়েব আলী ভোগ দখল করার পর মৃত্যু বরন করেন। তার মৃত্যুর পর তার পুত্র মোঃ মোমদের হোসেন ওই জমিতে অগীর নলকুপের বোরিং স্থাপন করে সেচ কাজ লিয়ে আসতেছেন।
এমতাবস্থায় উপজেলার আফসারাবাদ কলোনীর মৃত, আঃ মজিদের পুত্ররা ৭ আগস্ট সকাল ১০টায় ওই জমির ওয়ারিশ সূত্রে মালিকানার দাবিদার মোমদেল হোসেনের স্থাপন করা বোরিং ভাং'চুরসহ সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর নিয়ে যায়।
বোরিং এর মালিক মোমদেল হোসেন জানান, মোমদেল হোনের পিতা নায়েব আলী জীবিত অবস্থায় তিনি তার ক্রয়কৃত জমিতে বোরিং করে সেচ কাজ চালিয়ে আসছিলেন। তার মৃত্যূর পর পুত্র মোমদেল হোসেন বিগত ১৪ বছর থেকে জমিতে পানি সেচ দিয়ে আসছেন।
উল্লেখ্য, ওই জমি নিয়ে নুরপুর এলাকার মৃত শুকুর আলীর পুত্র সুরুজ্জামান,সাহেব আলীর পুত্র সাইদুল ও জমসের আলীর পুত্র জহুরুল ওই জমি দাবি করে মোমদেলের সাথে বিরোধ চলে আসছিল।
বিরোধের জের ধরে বোরিং ভাং'চুর ও একাধিক মা'রপিটের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা হয়। মামলাগুলো চলমান রয়েছে। এ কারণে জমিতে আদালত থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়।তারা নিষেধাজ্ঞা অমান্য করে বোরিং ভাং'চুর করে।
পরবর্তীতে উপজেলার আফসারাবাদ কলোনীর মৃত আঃ মজিদের পুত্ররা ৭ আগস্ট সকাল ১০টায় ওই জমির ওয়ারিশ সূত্রে মালিকানার দাবিদার মোমদেল হোসেনের স্থাপন করা বোরিং ভাং'চুরসহ সেচ পাম্পের বৈদ্যুতিক মোটর নিয়ে যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।