মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট((দিনাজপুর), প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ'সামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে যুবক-যুবতীসহ হোটেলের মালিককে আটক করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে ঘোড়াঘাট ৪ মাথা বাসস্ট্যাণ্ড সংলগ্ন পৌর এলাকার আদর্শ আবাসিক হোটেলে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান শেষে আদালত আবাসিক হোটেলটির মালিক ও আটক যুবককে ১ মাস এবং যুবতীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার নুরজাহানপুর গ্রামের আব্দুল গনির ছেলে বাবু মিয়া (৪১), ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চেংগ্রামের সানোয়ার হোসেনের ছেলে মাহাবুব আলম (৩০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছাতিনচুঁড়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে মৌসুমী আক্তার (২২)।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, 'আবাসিক হোটেলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অ'সামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগ আসছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করেছি। আটক ৩ জনকে প্রকাশ্যে অ'শ্লীল কার্য সম্পাদনা করার অভিযোগে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৪ ধারায় বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।'
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, 'আটক তিনজনকে সাজা প্রদান করেছেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। আসামিদেরকে রবিবার বিকেলে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।