ক্রাইম পেট্রোল ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক পৃথক স্থানে নকল জর্দার ফ্যাক্টরী ও অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। মঙ্গলবার ২৩ ফেব্রয়ারি সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
ইউএনও জানান, ফসলি জমি থেকে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এ খবর পাওয়ার পর সকালে উপজেলার দিঘলকান্দি ও দেওলাবাড়ি দুই এলাকায় অভিযান চালিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবনে আর ভ্যাকু দিয়ে মাটি কাটবে না এই মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে বিকেল ৩ টার দিকে উপজেলার রৌহা গ্রামে অবৈধভাবে গড়ে তোলা শরীফ কেমিক্যাল কোম্পানি নামে এক জর্দা ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল জর্দা তৈরীর কাঁচামাল তামাক পাতার কুঁচি পুড়িয়ে দেওয়া হয় এবং কিছু উপাদান সংগ্রহ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।