আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
রাজধানীর মিরপুরের রূপনগর ১১ নম্বর রোডের মণিপুর স্কুলের পাশে একটি আবাসিক ভবনে বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণে আহতদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি।
৩০ অক্টোবর বুধবার বিকেল ৫টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিস্ফোরণে আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে আহতদের পরিবারকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার ৩০ অক্টোবর, রূপনগর ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা বেশকিছু শিশুর শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
এদের ২৫-৩০ জনের মধ্যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।