দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের ২৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে গৌরীপুর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদের টেনিস কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান।
সিধলা কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাজ্জাতুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।