ময়মনসিংহের গৌরীপুরে ললিতা বেগম (৪০) নামে এক গৃহবধূকে ‘কুপিয়ে’ ‘হত্যার’ দায়ে তার স্বামী মোঃ রফিকুল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত রফিকুল ওই গ্রামের মৃত আব্দুর রহমান তালুকদারের ছেলে। এর আগে বুধবার ভোরে রফিকুল নিজ বাড়িতে ‘ধারালো’ ‘দা’ দিয়ে ললিতা বেগমকে ‘কুপিয়ে’ গুরুতর ‘আহত’ করে। পরে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে ফজরের নামায আদায় করতে যান রফিকুল ইসলাম। নামায শেষে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেন তিনি। এ সময় ললিতা বেগম বিলম্বের কথা বললে ক্ষিপ্ত হয়ে রফিকুল ইসলাম ‘ধারালো’ ‘দা’ দিয়ে ললিতাকে ‘কুপিয়ে’ গুরুতর আহত করে। নিহতের ছোট ভাই কাঞ্চন মিয়া জানান তার ভগ্নিপতি রফিকুল ইসলাম কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।