দিলীপ কুমার দাস ও মাসুদ আলম:
সম্প্রতি বিশ্ব মহামারি কোভিড-১৯ (২০২১) সংক্রমণ প্রতিরোধে ভোর ৬টা থেকে গৌরীপুরে কঠোরভাবে মাঠে নেমেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আবিদুর রহমান, ওসি মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকী এবং সঙ্গীয় ফোর্সবৃন্দ।
ভোর ৬টা থেকে পৌর শহরের হাট-বাজারসহ সরকারি নিষেধাজ্ঞার আওতাধীন বিভিন্ন পয়েন্টের দোকান পাট ছিল বন্ধ। রাস্তাঘাটগুলো অনেকাংশে ফাঁকা। মাঠে কঠোরভাবে ভূমিকা পালন করেন সেনা সদস্যরা। গৌরীপুর পৌর শহর হতে বালুয়াপাড়া মোড় হয়ে ৩নং অচিন্তপুরের শাহগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় যাত্রী বহনকারী ১০/১৫টি ব্যাটারি চালিত অটোরিক্সা স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং আইন অমান্য করায় গাড়ীর যাত্রী নামিয়ে কঠোর দিক নির্দেশনা দিয়ে ফেরত পাঠানো হয়।
কয়েকটি গ্যাস চালিত সিএনজিতে প্রেগন্যান্ট ও হার্টের রোগীর কাগজপত্র প্রদর্শন করায় তাদের গাড়ী ছেড়ে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
লকডাউনের আইন অমান্য করায় তিনি ৫জনকে সর্বমোট ৬ হাজার ৭ শত টাকা জরিমানা করেন। তন্মধ্যে গৌরীপুরের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, কলতাপাড়া বাজারের লুৎফর রহমানকে ১ হাজার টাকা, মেহেদী হাসানকে ৫শত টাকা এবং গাগলার মোড়ের শহিদুলকে ২শত টাকা। অপরদিকে শাহাগঞ্জ বাজারস্থ প্রত্যাশা কোচিং সেন্টার খোলা রাখার দায়ে সেটি তালাবদ্ধ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।